হোম > সারা দেশ > ঢাকা

সরকারি চাকরির বয়স ৩৫ বছর করার দাবি: ১৭ নভেম্বর মহাসমাগমের ডাক

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আগামী ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোর্চা—সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। 

আজ সোমবার সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ। 

সংবাদ সম্মেলনে শরিফুল শুভ বলেন, ‘সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, ইতিমধ্যে আমরা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সঙ্গে বৈঠক করেছি। উনি (কবির বিন আনোয়ার) আমাদের আশ্বাস দিয়েছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী ১৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করব। আশা করি আমাদের দাবি বাস্তবায়ন হবে।’ 

তিনি আরও বলেন, ‘পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাবে বুঝিয়েছেন বলে আমরা জেনেছি। প্রধানমন্ত্রী ড. সাদিকের কাছে ৩৫-এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে, তিনি আমাদের দাবির ভুল ব্যাখ্যা তুলে ধরেন। আমরা আগামী মহাসমাগমে তার (সাদিক) কুশপুত্তলিকা দাহ করব এবং আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরব।’ 

এ সময় উপস্থিত ছিলেন—সদস্যসচিব মোহাম্মদ রাসেলসহ সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা। 

উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানিয়ে, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত