হোম > সারা দেশ > ঢাকা

দুর্গন্ধ খুঁজতে গিয়ে মিলল যুবকের অর্ধগলিত লাশ

গাজীপুরের শ্রীপুরে বদ্ধ ঘর থেকে উজ্জ্বল (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত উজ্জ্বল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের কাজা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। উজ্জ্বল শ্রীপুরের ওই বাড়িতে পাঁচ বছর ধরে ভাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।

বাড়ির মালিক নঈমুল ইসলাম সজিব বলেন, ‘আমার ভাড়া দেওয়া বাড়ির একটি কক্ষে পাঁচ বছর ধরে উজ্জ্বল ভাড়ায় বসবাস করছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁর ঘর থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি আমাকে জানায়। এ বিষয়ে পুলিশে খবর দিলে শ্রীপুর থানা–পুলিশ লাশ উদ্ধার করে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশের একটি ব্যাগ থেকে কয়েক পুটলা গাঁজা উদ্ধার করা হয়। পাশে পড়েছিল নিহতের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন।’

‘মোবাইলের কললিস্টে দেখা যায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় একটি নম্বরে সর্বশেষ ১৭ সেকেন্ডে কথা বলেছে। ধারণা করা হচ্ছে ওই রাতের কোনো এক সময় তাঁর মৃত্যু হয়। লাশ ফুলে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছে।’

মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি