হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়া ফরিদাবাদ এলাকায় আমির হোসেন (৪৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত অটোরিকশা চালক আমির হোসেন জানান, তিনি জুরাইন বউবাজার এলাকায় আক্তার মিয়ার গ্যারেজে থাকেন। গতরাতে পোস্তগোলা থেকে দুই যাত্রী তার রিকশায় ওঠেন। তারা ফরিদাবাদ যাবে বলে জানায়। পরে ফরিদাবাদ স্কুলের পাশের একটি গলি দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দুই যাত্রী তার গলায় ছুরি ধরে। তখন আমির হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তার মাথায় ঢিল ছুড়ে মারে। কিছু দূর গিয়ে রাস্তায় পড়ে যান আমির হোসেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রাতে যাত্রী বেসে দুই ছিনতাইকারী ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। আহত অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেলের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে। তার অটোরিকশাটি উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকদের চেষ্টা চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য