হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইভটিজিংয়ের অভিযোগে ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমিসংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করে এলাকাবাসী।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখ, একই কমিটিতে পদ প্রত্যাশী অন্য ৩ জন হলেন সাব্বির, জয়, নিলয়। মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার আব্দুর রহমান একাডেমির অভিভাবক প্রতিনিধি সদস্য বাচ্চু ফকির, মাহবুব, রুপা, মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ছাত্তার বেপারী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা মো. তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোকলেস তালুকদার, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী, সাধারণ সম্পাদক তুলু শেখ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী প্রমুখ। 

বক্তারা বলেন, আমাদের ছেলে-মেয়ে, মা-বোনেরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম পরিবেশ চাই। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর কোনো বখাটে যেন কোনো মেয়েকে ইভটিজিং কিংবা কোনো খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। আমরা চাই এ সকল বখাটের সর্ব্বোচ শাস্তি হোক। 

অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখকে একাধিকবার ফোন দেওয়ার পর সাংবাদিক পরিচয় দিলে কলটি কেটে দেন। 

গত ২১ ফেব্রুয়ারি মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার