হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফেসবুকে ভিডিও আপলোড করে গলায় ফাঁস দিয়ে হিমেল মীর (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

হিমেল মীর কেয়াইন ইউনিয়নের হাজিগাও গ্রামের শাহিন মীরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি তাঁর মায়ের সঙ্গে নানা মোবারক শেখের বাড়িতে বসবাস করতেন।

আত্মহত্যার পূর্বে হিমেল মীর ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে বলেন, ‘আমার মৃত্যুর পেছনে কেউ দায়ী না। কেউ কখনো দায়ী থাকবেও না। আমার সিদ্ধান্ত আমি নিজেই নিছি। তাই চলে যাচ্ছি। কারণ আমি বাস্তবতা মোকাবেলা করতে পারি নাই। আমি জীবনযুদ্ধে হেরে গেছি। কাউকে কখনো দোষারোপ করবেন, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। জানি অনেকের সাথে ভুলত্রুটি করেছি, সবাই আমাকে ক্ষমা করে দিয়ো। আর আমার ফ্যামিলিকে সবাই দেখে রেখো, মা তুমি আমাকে ক্ষমা করে দিয়ো আর ছোট ভাইকে দেখে রেখো। আল্লাহ হাফেজ।’

মৃত যুবকের নানি সালেহা বেগম বলেন, ‘কাল রাত সাড়ে ১০টার দিকে আমি বাইরে যাওয়ার সময় দেখলাম হিমেল মোবাইল টিপতাছে। তারপরে হিমেলের রুমের দরজাটা চাপাইয়া দেই। তারপর আমি ঘুমায় পরছি। আর ওর মা রাত সাড়ে ১২টার দিকে বাহিরে যাওয়ার জন্য ওঠে। এরপর ওর মা দেখে হিমেল তখনো মোবাইল টিপতাছে। এই দেখে ওর মা ভেতরের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাত ২টার দিকে ফেসবুকে হিমেলের ভিডিও দেখে ওর মার কাছে হিমেলের এক বন্ধু ফোন করে। পরে ওর মা ও আমরা সবাই ওকে ডাকাডাকি শুরু করি। দেখি ও ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। পরে ছোট ভাই দরজা ধাক্কা দিলে না খোলার কারণে অন্যদিকের জানালা দিয়ে দেখে হিমেল গলায় ফাঁসি দিয়েছে। পরে ওরে নিচে নামালে দেখা যায় মারা গেছে।’

এ বিষয় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জের মর্গে পাঠানো হয়েছে।’

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’