হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনে ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে পূর্বাঞ্চলের যাত্রীদের চাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রিতে পূর্বাঞ্চলের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। বেলা ২টার পর অনলাইনে টিকিট উন্মুক্ত হলে মাত্রা আধা ঘণ্টায় ১ কোটি ৭৬ লাখ হিট হয় সার্ভারে। রেল সেবা অ্যাপ পরিচালনার দায়িত্বে থাকা সহজ ডটকমের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

জানা যায়, ঈদ সামনে রেখে গতকাল সপ্তম দিন ও শেষ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এদিন বিক্রি হয় ৯ এপ্রিলের টিকিট। বেলা ২টায় পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট ছাড়া হয় অনলাইনে। আধা ঘণ্টায় হিট হয় ১ কোটি ৭৬ লাখ বার। অর্থাৎ একটি টিকিটের জন্য গড়ে ১ হাজার ৫৪ বার চেষ্টা করা হয়েছে। আর এই সময়ে বিক্রি হয় ১১ হাজার টিকিট। যা অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। শুক্রবার এই হিটের সংখ্যা ছিল এই সময়ে ৯৬ লাখ ৮০ হাজার। 

অন্যদিকে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০টি টিকিট অনলাইনে উন্মুক্ত হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৯ হাজার ৩২৯টি বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় টিকিট খুঁজতে সার্ভারে হিট পড়েছে ১ কোটি ২৩ লাখ। একটি টিকিটের জন্য গড়ে ৮৩২ বার চেষ্টা করা হয়েছে। আর উন্মুক্ত হওয়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় ১৩ হাজার ৭৭৫টি টিকিট। 

সহজ ডটকমের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ আজকের পত্রিকাকে জানান, গতকাল ঢাকা থেকে আন্তনগর ট্রেনের দুই অঞ্চল মিলিয়ে আসনসংখ্যা ছিল ৩১ হাজার ৪৬৬। আর সারা দেশের জন্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭০২টি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে ২৯ হাজার ৫৪৯টি। এ ছাড়া সারা দেশের বিক্রি হয়েছে ৫৫ হাজার ৮৯০টি। 

এর আগে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ। পাশাপাশি ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ এবং ৮ এপ্রিলের টিকিট বিক্রি হয় ২৯ মার্চ। এরপর চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেল।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির