হোম > সারা দেশ > ঢাকা

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহি শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে আজ সোমবার (১০ মার্চ) ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ওই উপাধ্যক্ষ হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের ১২-৭ পশ্চিম মালিবাগ ও উত্তরখানের ওই বাড়িতে থাকতেন। তিনি বৈষম্যবিরোধী অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘নিহত ওই শিক্ষক দুই-তিন মাস যাবৎ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি একাই থাকতেন। তিন দিন আগে একজন নারী, ছেলেসহ ওঠেন। ধারণা করা হচ্ছে, গত ভোরে (সোমবার) তাঁরাই এ ঘটনা ঘটিয়ে পালিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে ওসি জিয়া বলেন, ‘তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকে রাখা হয়েছিল। একপর্যায়ে তিনি বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তারপর আশপাশের লোকজন তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

অপর প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘জানা গেছে, সাইফুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রীর দূরত্ব রয়েছে। এ ঘটনায় তাঁর ভাইকে খবর দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে এলাকাবাসী ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তাঁর ভাবি পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে কয়েক দিন আগে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে তাঁর ছেলেও ছিল।’

এসব সূত্র আরও জানায়, পুরানপাড়া এলাকায় তিনি একটি জমি কিনেছিলেন। সেখানে বাড়ি করার জন্যই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে