হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার দক্ষিণখানে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে রুপা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দক্ষিণখানের আইনুছবাগ এলাকার আবুল কাশেমের ভাড়া বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই কিশোরী আত্মহত্যা করেছে। 

জানা গেছে, কিশোরী রুপা পাবনার ভেড়ামারা উপজেলার চন্দ্রীপুর গ্রামের তোফাজ্জল হোসেন ও আঙ্গুরী বেগম দম্পতির মেয়ে। দক্ষিণখানের আইনুছবাগের বাসায় ভাড়া থাকত তারা। 

স্থানীয়রা রুপার পরিবারের বরাত দিয়ে জানায়, রুপার মা আঙ্গুরী বেগম রুপাকে বাসায় একা রেখে বাইরে যান। পরে রুমে এসে দেখে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রুপা। তখন রুপার মায়ের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে রুপার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আইনুছবাগের একটি ভাড়া বাসা থেকে রুপা নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে রেজিয়া খাতুন বলেন, ‘মেয়েটি কোনো কিছুই করত না। বাসায় বসে থাকত। মেয়েটির মা তাকে একা বাসায় রেখে বাইরে গেলে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা