হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার দক্ষিণখানে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে রুপা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দক্ষিণখানের আইনুছবাগ এলাকার আবুল কাশেমের ভাড়া বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই কিশোরী আত্মহত্যা করেছে। 

জানা গেছে, কিশোরী রুপা পাবনার ভেড়ামারা উপজেলার চন্দ্রীপুর গ্রামের তোফাজ্জল হোসেন ও আঙ্গুরী বেগম দম্পতির মেয়ে। দক্ষিণখানের আইনুছবাগের বাসায় ভাড়া থাকত তারা। 

স্থানীয়রা রুপার পরিবারের বরাত দিয়ে জানায়, রুপার মা আঙ্গুরী বেগম রুপাকে বাসায় একা রেখে বাইরে যান। পরে রুমে এসে দেখে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রুপা। তখন রুপার মায়ের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে রুপার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আইনুছবাগের একটি ভাড়া বাসা থেকে রুপা নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে রেজিয়া খাতুন বলেন, ‘মেয়েটি কোনো কিছুই করত না। বাসায় বসে থাকত। মেয়েটির মা তাকে একা বাসায় রেখে বাইরে গেলে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির