হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের এক দিন পর ইছামতীতে মিলল স্কুলছাত্রের লাশ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে ডুবে নিখোঁজের এক দিন পর জামিল আহমেদ শুভন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরির দল। 

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ইছামতী নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ওই স্কুলছাত্র উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামের ইছামতী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। 

মৃত জামিল রাজধানীর চকবাজার থানার বকশীবাজার এলাকার জামাল উদ্দিনের ছেলে। সে বকশীবাজারের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, গতকাল জামিল আহমেদ দুই ভাই-বোন ও তিন বন্ধুসহ কামারকান্দা গ্রামে ফুফু ফারজানা বেগমের বাড়ি বেড়াতে আসে। বিকেল ৪টার দিকে সবাই বাড়ির পাশে ইছামতী নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় জামিল পানিতে তলিয়ে যায়। আজ সকালে ডুবুরি দলের চেষ্টায় লাশ উদ্ধার করা হয়। 

নাসির উদ্দিন আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’