হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে আ.লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলায় মহাসড়ক অবরোধ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।

আজ বুধবার সকালে রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধরা রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তাঁর ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন ঢাকা-বরিশালগামী বাসের যাত্রীরা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিচারের আশ্বাসে অবরোধকারীদের ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে (৫২) গতকাল মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদের ভেতরে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে তাঁকে মোটরসাইকেলসহ পুকুরে ফেলা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন