হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে পোশাককর্মীকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৭

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী (১৮)। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে থানায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলায় ধর্ষণের শিকার হন মেয়েটি। মেয়েটির বাবা একজন মাছ বিক্রেতা। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন। 

গ্রেপ্তারকৃতরা হলেন রুদ্রকর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজান ঢালী (৪৫), দক্ষিণ চররোসুন্দী গ্রামের জুয়েল ফরাজি (২৪), সুমন বয়াতী (১৮), ইয়াছিন বয়াতী (৩৮), শাহীন সরদার (৩০), খোকন সরদার (৩৩) ও রাসেল সরদার (২৬)।  

এই সাতজনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়েটি ঢাকার কেরানীগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করেন। চাচাতো বোনের বিয়ের দাওয়াত খেতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তিনি তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। গতকাল ছিল তাঁর চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান। বিয়ে খাওয়ার পর আজ শনিবার সকালে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এ ঘটনা ঘটে। গতকাল রাত সাড়ে আটটার দিকে মেয়েটিকে পরিকল্পিতভাবে বাড়ির সামনে থেকে মুখে কাপড় পেঁচিয়ে তুলে নিয়ে যায় এলাকার কতিপয় বখাটে। 

পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পাকা ঘরে নিয়ে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর সেখানে তাঁকে ফেলে রেখে চলে যায় ধর্ষকেরা। পরে কান্নাকাটির শব্দ পেয়ে মেয়েটিকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাঁর স্বজনেরা। আজ সকালে মেয়েটির বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই সাত আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনের নামে পালং মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গার্মেন্টস কর্মীকে দল বেঁধে ধর্ষণের মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা হবে।’

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা