গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির নাম তাওহীদ (১০)। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআগলী ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে চন্নাপাড়া গ্রামে থাকে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে মহল্লার কয়েকজন শিশুসহ তাওহীদ জালাল উদ্দিনের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে অন্য শিশুরা তাওহীদকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে তাওহীদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রতিদিনের মতো তাওহীদের মা-বাবা কর্মস্থলে চলে পাড়ার অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’