হোম > সারা দেশ > ঢাকা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসএসসি বা সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার মুখপাত্র পুলিশ সুপার আজাদ রহমান। 

সিআইডি বলছে, হিমেল মুস্তাকিম ফেসবুকে ‘SSC BATCH 2023’ নামের এক গ্রুপে তাঁর কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসএসসি-২০২৩-এর বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে।’ 

পরবর্তী সময় হিমেল তাঁর ‘প্রশ্ন/Question All board’ নামের ফেসবুক পেইজ বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হতে প্রতি জনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নাই। মোস্তাকিম প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। সে মূলত প্রতারক। তার কাছে থেকে কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ