হোম > সারা দেশ > ঢাকা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসএসসি বা সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার মুখপাত্র পুলিশ সুপার আজাদ রহমান। 

সিআইডি বলছে, হিমেল মুস্তাকিম ফেসবুকে ‘SSC BATCH 2023’ নামের এক গ্রুপে তাঁর কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসএসসি-২০২৩-এর বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে।’ 

পরবর্তী সময় হিমেল তাঁর ‘প্রশ্ন/Question All board’ নামের ফেসবুক পেইজ বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হতে প্রতি জনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নাই। মোস্তাকিম প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। সে মূলত প্রতারক। তার কাছে থেকে কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি।’

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে