হোম > সারা দেশ > ঢাকা

আনিসা কি পরীক্ষা দিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনিসা আহমেদ। ছবি: সংগৃহীত

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না এই শিক্ষার্থীর। দুই বছর আগে বাবা মারা যান। শিক্ষকদের সহযোগিতায় কোনোরকমে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বিপত্তি বাধে এইচএসসি পরীক্ষার প্রথম দিন। গত বৃহস্পতিবার তিনি যখন পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। এ অবস্থায় মাকে নিয়ে ছুটতে হয় হাসপাতালে। এতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি করে ফেলেন। কিন্তু বিধি বড়ই কঠিন। দেরিতে আসায় তাঁকে কেন্দ্রে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। দুর্ভাগা এই মেয়ের নাম আনিসা আহমেদ। গত দুই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলছে আলোচনা।

মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে আনিসাকে এইচএসসির প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করছে নেটিজেনদের অনেকে। এ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। শুভাকাঙ্ক্ষীদের মনে প্রশ্ন, আনিসা কি পরীক্ষাটি দিতে পারবেন?

আনিসার পরীক্ষা দিতে না পারার বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল তাঁর নিজের ফেসবুকে পোস্ট করেন, আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন। পরে ওই শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে কথাও বলেন তিনি। জানান, আনিসার পরীক্ষা দেওয়ার ব্যাপারে সর্বাত্মক সহায়তা করবেন। প্রয়োজনে আইনি লড়াইয়ে তাঁর পাশে দাঁড়াবেন। তবে আনিসাকে যেন আদালতের দ্বারস্থ হতে না হয়, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

এদিকে প্রথম দিনের পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থী আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগের বিষয়টি সরকারের ‘বিবেচনাধীন’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গতকাল সকালে প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পরীক্ষা দিতে না পারার বিষয়টি দুঃখজনক। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। ওই ঘটনার পরের দিনই তো বন্ধ ছিল, এ জন্য এখনো নির্দেশনা আসেনি। তবে আইন অনুযায়ী আমাদের কাজ করতে হয়।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে