হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় রোগী দেখে ফিরতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও ২ ভাগ্নের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন তিন জন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় হাসপাতালে রোগী দেখে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মামা ও দুই ভাগ্নে। গতকাল শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর মোড়ে এ ঘটনা ঘটে। সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এ সময় ট্রাক এসে ধাক্কা দেয় তাঁদের। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে (সহযোগী) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতেরা হলেন— রাজধানীর খিলক্ষেতের নামাপাড়া তালেরটেক মৃত মুরাদ আলী খানের ছেলে মো. জাবেদ আলম পাস (৬১) এবং তাঁর দুই ভাগ্নে ঢাকার কোতয়ালীর আহসান উল্লাহ রোডের খাজা ওবায়দুল হকের ছেলে খাজা নাইসুল হক (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার পুরাতন হাউজিং কলোনীর মেসবাহ উদ্দিন আহমেদের ছেলে ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২)। খাজা নাইসুল হক ও ফাহিম উদ্দিন বিন আহমেদ সম্পর্কে খালাতো ভাই।

এ ঘটনায় ঢাকা মেট্রো ট-১৪-৭৮৯৮ নম্বরের ২২ টনের একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় চালক ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ।

চালক মো. রাকিবুল (২৭) সিরাজগঞ্জের সদর উপজেলার কেলুটিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে এবং হেলপার মো. সুমন (২০) একই উপজেলার বেলুটিয়া মো. রেজাউলের ছেলে।

স্থানীয়রা আজকের পত্রিকাকে জানায়, ‘আজমপুর মোড়ে তিনজন গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আর কথা বলছিলেন। ওই সময় গাজীপুর থেকে আজমপুরের সড়কের দিকে আসা একটি বেপরোয়াগামী ট্রাক তাদের ওপর উঠিয়ে দেয়। চিৎকার ও আর্তনাদ শুনে আশপাশের লোকজন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

তারা বলেন, ট্রাকচাপা দেওয়ার কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় একজনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

এ সময় স্থানীয়রা চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করে উত্তরাপূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতেরা রোগী দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় যাওয়ার উদ্দেশে আজমপুরে এসে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। ওই সময় একটি ট্রাক তাঁদের চাপা দেয়। পরে ঘটনাস্থলেই খাজা নাইসুল হক ও ফাহিম উদ্দিন বিন আহমেদ মারা যান। ঘটনাস্থল থেকে জাবেদ আলম পাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।’

ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় চালক রাকিবুল ও হেলপার সুমনকে ট্রাকসহ গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চালক ও হেলপারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান ওসি।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির