হোম > সারা দেশ > ঢাকা

নাসিক নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকছেন বর্তমান ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্য ১৩ জেলার সঙ্গে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হলেও বর্তমান ডিসি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন। ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন শেষে ১৭ জানুয়ারি নতুন ডিসি এই জেলায় যোগ দেবেন। ওই দিন নারায়ণগঞ্জের ডিসিকে প্রত্যাহার করা হবে। 

চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে গত ৫ মে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়। এদিন আরও ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। 

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, নতুন নিয়োগ পাওয়া ১১ জন ডিসিকে ১৩ জানুয়ারি নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জে নিয়োগপ্রাপ্ত ডিসি যোগ দেবেন ১৭ জানুয়ারি। চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে নারায়ণগঞ্জ বদলি করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ পাওয়া ডিসিকেও ১৭ জানুয়ারি যোগ দিতে বলা হয়েছে। 

ওই কর্মকর্তা বলেন, নতুন ডিসিদের নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। এটি রুটিন ওয়ার্ক, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে বর্তমান ডিসি নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে অবহিত বলে তাঁকে নির্বাচন শেষ করতে বলা হয়েছে। 

গত ৫ জানুয়ারি নতুন ডিসি নিয়োগ দিয়ে ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বদলি করা হলেও নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহকে বদলি করা হয়নি।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে