হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরে আবার সেই ব্যবসায়ীর বাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‎রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে আবার গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন মনিরুল। সেই মামলায় একজনকে গ্রেপ্তারও করে থানা-পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বেলা ২টার পর আমার বাসার গেটের সামনে একটি মোটরসাইকেলে করে দুজন লোক আসে। তাদের মধ্যে একজন গেটের ভেতরে ঢোকে। তাকে দেখে বাসার দারোয়ান পালিয়ে যেতে চাইলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি দারোয়ানের শরীরে না লেগে নিচতলার একটি দরজার পাশের দেয়ালে বিদ্ধ হয়।’

মনির বলেন, গত মার্চে স্থানীয় এক সন্ত্রাসীর নামে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় গত ২৪ মার্চ বাসার নিচতলায় গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ওই ঘটনার জেরেই আবার গুলি করেছে সন্ত্রাসীরা।

এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এর আগেও ওই বাড়িতে গুলির ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস