হোম > সারা দেশ > ঢাকা

রমজানে সুযোগ নিলে আল্লাহ মাফ করবেন না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানের প্রথম দিনে দ্রব্যমূল্যের পরিস্থিতি তদারকিতে বাজারে যান খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার দুপুরে তিনি কারওয়ানবাজার কিচেন মার্কেটের কয়েকটি পাইকারি চালের দোকান, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলার দাম দেখতে আসেন। বাজার তদারকি শেষে কিচেন মার্কেটের চতুর্থ তলায় সমিতির কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের সময় ব্যবসায়ীরা পণ্যে ছাড় দেয়। রমজান মাসে মানুষ সংযমী হবে, সেখানে যদি আমরা সুযোগ নেই, তাহলে আল্লাহ তো আমাদের মাফ করবেন না। সেটাও ব্যবসায়ীদের দেখা দরকার। তাঁদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। পণ্যের দাম আমরা চলে গেলে বাড়িয়ে দেবেন। আবার আমরা বাজারে আসলে পণ্যের দাম কমাবেন। তা ঠিক না।’ 

ভারতে দুর্গাপূজার সময় পণ্যের দামে ছাড় দেওয়া হয়। খ্রিষ্টানদের বড় দিনে ২০-২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয় না। রমজান মাসে পণ্যের দামে ছাড় দেওয়া উচিত বলে জানান তিনি। বাজারে বিভিন্ন জিনিসের দাম কমে আসলেও ফলের দাম বাড়ছে। 

গরুর মাংসের কেজি ৭০০ টাকা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, মাংসের দাম বাণিজ্য মন্ত্রণালয় দেখে না। এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ন্যায্যমূল্যে মাছ-মাংস বিক্রি করবে। এ বছর কেন রোজার আগে মাংসের দাম বেঁধে দেওয়া হলো না, তা নিয়ে তিনি সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’