হোম > সারা দেশ > ঢাকা

৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশকনিধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫০০ কর্মীর সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার সকালে খিলগাঁও উত্তর শাহজাহানপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনগণ যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে উত্তর শাহজাহানপুর আবাসিক এলাকা, সংলগ্ন ঝিল ও আশপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও বর্জ্য অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘বর্ষার মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে দুটি স্তরে কার্যক্রম নেওয়া হয়েছে। একদিকে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশকনিধন, অপরদিকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। পর্যায়ক্রমে ডিএসসিসির ১০টি অঞ্চলে এই অভিযান চলবে। ইতিমধ্যে যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে অভিযান শেষ হয়েছে।’

শাহজাহান মিয়া আরও বলেন, ডেঙ্গু দমনে নগরবাসীকে সচেতন হতে হবে। বাসার ভেতরে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দেওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সিটি করপোরেশন ও নগরবাসী একসঙ্গে কাজ করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

এদিন স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র‍্যালিও অনুষ্ঠিত হয়। অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, বিভিন্ন বিভাগের প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক