হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ও পুরানা পল্টনে দুই ব্যক্তি মারা গেছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই ভবঘুরে ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে এবং আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পুরানা পল্টন মোড়ে দুর্ঘটনায় তাঁরা মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক রোড ডিভাইডারের ওপর উঠিয়ে দেয়। এতে সেখানে ঘুমিয়ে থাকা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে। ওই ব্যক্তি অনেক বছর যাবৎ পুরানা পল্টন মোড়ে থাকতেন। সেখানে রোড ডিভাইডারের ওপর ঘুমাতেন। পরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

এদিকে, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হীরামন বিশ্বাস বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি নিজেই যাত্রাবাড়ী জনপদ মোড়সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে উঠে যান। সেখানে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই ব্যক্তির বয়স আনুমানিক (৩৮) বছর। তিনি এলাকায় ভাসমান হিসেবে থাকতেন। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে রাতেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির