হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির ভেকুতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভেকুতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার চার দিনেও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ডিএনসিসির ৪৯ নং ওয়ার্ডের দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকায় খাল খনন ও ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমকালে রোববার (৬ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। পরে ওই এক্সেভেটর মেশিনের চালক ও ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মেশিন অপারেটর মো. সাইফুল ইসলাম গতকাল বুধবার বাদী হয়ে মামলা করেন।

ওই মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সম্প্রতি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অবিরাম বর্ষণ ও ভারী বৃষ্টিপাত হয়। ডিএনসিসির ৭ নং অঞ্চল ৪৯ নং ওয়ার্ডের কাওলা নামাপাড়া ব্রিজ কালভার্ট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এ অবস্থা প্রতিকারের লক্ষ্যে কাউন্সিলর ডিএনসিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এক্সেভেটর মেশিনে চাহিদাপত্র দেন। যার প্রেক্ষিতে এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কোবেলকো এসকে-৩৫০ এলসি মডেলের একটি চেইন টাইপ এক্সেভেটর মেশিন সরবরাহ করে কাজ শুরু করে। প্রতিদিনের নির্ধারিত কাজ শেষ করে গত রোববার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নামাপাড়া ব্রিজের কাছাকাছি স্থানে গাড়ির কেবিন তালাবদ্ধ করে বাসায় চলে যাই। পরে ওই দিন দিবাগত গভীর রাতে কাউন্সিলরের প্রতিনিধির মাধ্যমে জানতে পারি, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ভেকুতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে আমরা দেখেছি, দুটি মোটরসাইকেলে তিনজন এসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।’

দক্ষিণখান থানার পরিদর্শক আফতাব উদ্দিন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজে সন্দেহভাজন দুর্বৃত্তদের চেহারা স্পটভাবে দেখা যায় না। এ ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে ডিএনসিসির একটি সূত্র জানায়, ভেকুতে অগ্নিকাণ্ডের ঘটনায় খিলক্ষেতের বড়ুয়া এলাকার বাড়ি থেকে একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। তবে মোটরসাইকেল আটকের বিষয়টি স্বীকার করেনি পুলিশ। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ