হোম > সারা দেশ > ঢাকা

এনআইডি ডেটাবেইস থেকে তথ্য নিতে বিটিআরসির নির্দেশনা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনআইডি ডেটাবেইস থেকে মোবাইল কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে ডেটাবেইস তৈরি করতে বিটিআরসির দেওয়া নির্দেশনা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ আজ রোববার এই নোটিশ পাঠান। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, তথ্য ও যোগাযোগ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলাদেশ মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়।

সাধারণ জনগণের কোনো তথ্য বেসরকারি প্রতিষ্ঠানকে সংগ্রহ ও সংরক্ষণ করার নির্দেশ প্রদান যাতে না করে লিগ্যাল নোটিশের মাধ্যমে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে বিস্তারিত সিদ্ধান্ত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে নোটিশে।

নোটিশে বলা হয়, বিটিআরসি মোবাইল কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে তথ্য ভান্ডার তৈরির নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, মোবাইল কোম্পানিগুলো তাদের গ্রাহকদের নাম, ঠিকানাসহ অন্যান্য যাবতীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে। যা পূর্বে মোবাইল কোম্পানিগুলো নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস থেকে সংগ্রহ করে থাকত।

নোটিশ আরও বলা হয়েছে যে, বিটিআরসির সিদ্ধান্ত সংবিধানের অনুচ্ছেদ ৩৯ বিরোধী এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ধারা ১৩ এর পরিপন্থী। বিটিআরসির এই নির্দেশনা মোবাইল কোম্পানিগুলো অনুসরণ শুরু করলে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের নিকট চলে যাবে। যাতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এছাড়াও জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যা সংবিধান ও আইন পরিপন্থী।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা