হোম > সারা দেশ > ঢাকা

এক যুগ আগের গাড়ি পোড়ানোর মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জন খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক যুগ (১২ বছর) আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমান খালাসের এই আদেশ দেন। 

খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন। তিনি জানান, দীর্ঘদিন সাক্ষী হাজির না হওয়ায় আদালতে আসামিদের খালাসের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে খালাস দেন। 

আইনজীবী আরও জানান, এই মামলায় চার্জশিটভুক্ত ছিলেন ৯ জন আসামি। এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয়। 

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ও রিজভীর নেতৃত্বে বিএনপি-জামায়াতের ২০০ থেকে ২৫০ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি ভাঙচুর করেন এবং বিস্ফোরণ ঘটান। 

এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। এরপর ২০১৭ সালে ৯ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে