হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের সোনাসহ মো. ফজলে রাব্বী নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দুবাই থেকে ঢাকায় এসেছিলেন। 

আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে ওই যাত্রীকে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের সিটের নিচ থেকে ৪৮টি স্বর্ণের বার এবং তাঁর কাছ থেকে আরও একটি বার জব্দ করা হয়। জব্দ করা এসব স্বর্ণের ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম এবং বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে আগত যাত্রী ফজলে রাব্বীকে শনাক্ত করে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের ৩১ এফ ও ৩২ এফ এর নিচের লাইফ ভেস্ট থেকে ৪৮ পিস স্বর্ণের বার এবং তাঁর কাছ থেকে আরও ১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।’ 

মিজানুর রহমান বলেন, ’ লাইফ ভেস্টে এসব স্বর্ণের বার কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় দুটি বান্ডেলে ছিল। এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অপরাধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।’

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ