হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে অপহৃত কিশোরী রাঙামাটি থেকে উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণের শিকার এক কিশোরীকে ৫ দিন পর রাঙামাটি থেকে উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারজানা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মেয়েটি মা বাবার সঙ্গে শান্তিনগর টানপাড়া এলাকায় নানা বাড়িতে বসবাস করে। গত ১৪ মে সকাল ৭টার দিকে মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে বাড়ির ভাড়াটিয়া ফারজানা ও ফারজানার স্বামী আমিন উদ্দিন মেয়েটিকে পথ থেকে ভুল বুঝিয়ে অপহরণ করে। অপহরণকারীরা মেয়ের ফুফুর মুঠোফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং এ ঘটনা পুলিশকে জানালে মেয়েটিকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। 

এ ঘটনায় মেয়েটির বাবা কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করেন। মামলার পরিপ্রেক্ষিতে আমাদের একটি চৌকস দল রাঙামাটি জেলার লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মেয়েটিকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী ফারজানাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, অপহরণের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি ফারজানা ও তার স্বামী আমিন উদ্দিন পাচার চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির একাধিক মামলা রয়েছে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে