হোম > সারা দেশ > ঢাকা

প্রিজনভ্যানে বাসের ধাক্কা, ১৭ কয়েদিসহ ২ পুলিশ আহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা মাওয়া মহাসড়কে লেন পরিবর্তনের সময় প্রিজনভ্যানে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ওই প্রিজনভ্যানে থাকা ১৭ জন কয়েদিসহ দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও কারাসূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রিজন ভ্যানে ৩৭ জন কয়েদি ছিলেন। সন্ধ্যার দিকে আদালত থেকে বন্দীদের নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে কারাগারে ঢোকার জন্য লেন পরিবর্তনের সময় পেছন দিক থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাস প্রিজন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ আসামি ও ২ পুলিশ সদস্য আহত হন। আহত ৫ বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর পুলিশের দুই সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি ৫ বন্দীরা হলেন-মুরাদ (৩৯), মুন্না (২৫), শ্রী অতুল চন্দ্র রায় (২৪), মো. আতিকুর রহমান (২২) ও রকিব উদ্দিন রুমি (৪২)। বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অন্য কয়েদিরা সুস্থ আছেন। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা কিছু কয়েদি আহত হয়েছেন। আহত ৫ কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েদিরা কারা হেফাজতে রয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন