হোম > সারা দেশ > ঢাকা

টিকা না দিলে বাতিল হবে ট্রেড লাইসেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধী টিকা না দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দোকানের কর্মচারীদের টিকা নেওয়া আছে, এমন একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন দোকানে। এটা দেখাতে হবে। আর টিকা ছাড়া কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।’

রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আজ শনিবার গণটিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন। 

ডিএনসিসির মেয়র বলেন, ‘করোনা টিকার অন্তত এক ডোজ না নিলে আগামী পয়লা মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো সেবা পাওয়া যাবে না।’ 

টিকা নিতে কোনো কাগজপত্রের দরকার নেই জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এসব অজুহাতে অনেকেই টিকা নেয়নি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নম্বর থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন।’ 

আজকে পাঁচ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে এলাকায় আজ পাঁচ লাখ টিকা দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি, আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব, একটু সুশৃঙ্খলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।’ 

উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় গত বুধবার থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে গণটিকা দেওয়া হচ্ছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১