হোম > সারা দেশ > ঢাকা

মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় অধিকাংশ কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভায় গত মঙ্গলবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হলেও সেটি মানতে নারাজ শ্রমিকেরা। আজ বৃহস্পতিবারও তাঁরা এর প্রতিবাদ জানিয়েছেন। শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রয়েছে। অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক কারখানা আবার খোলা থাকলেও সেখানে কাজ করেননি শ্রমিকেরা। তাঁরা কর্মস্থল থেকে বেরিয়ে গেছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, অনেক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ না করে বের হয়ে গেছেন। অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আবার অনেক কারখানা বন্ধ রয়েছে। আজকে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শিল্প পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বলেন, সকাল ৮টার দিকে জামগড়া ও আশপাশের এলাকার বেশ কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হন। পরে তাঁরা হাজিরা নিশ্চিত করে ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে কারখানা থেকে বেরিয়ে যান।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক অসন্তোষের মুখে বেশ কয়েকটি কারখানা গত বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অনেক কারখানার কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। বন্ধ ও ছুটি ঘোষণা করা কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর শ্রমিকেরা বিভিন্ন অলিতে-গলিতে ঢুকে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকদের মধ্যে হেলপার লেভেলে অসন্তোষ কিছুটা কম থাকলেও এর ওপরের লেভেলে, অর্থ্যাৎ মিড লেভেলে অসন্তোষ বেশি। তাঁরা বলছেন, হেলপার লেভেলের মতো তাঁদের মজুরিও সাড়ে ৪ হাজার টাকা বাড়াতে হবে।

জামগড়া এলাকার একটি কারখানার শ্রমিক আঁখি খাতুন বলেন, ‘একজন হেলপারের বেতন বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা। আমি দীর্ঘদিন ধইরা কাজ করার পর বেতন পাইতাছি ১৩ হাজার টাকা। নতুন বেতনে আমি ১৪ হাজার টাকার বেশি পামু না বইলা শুনতাছি। তাইলে কী যে বেতন বাড়ল, বুঝবার পারতাছি না। জিনিসপত্রের যে দাম, তাতে এই বেতনে তো আমাগো চলব না।’

অপর একটি পোশাক কারখানার শ্রমিক লাইলী বেগম বলেন, ‘আমাদের দিয়ে অমানবিক পরিশ্রম করানো হয়। কিন্তু সেই তুলনায় পারিশ্রমিক দেওয়া হয় না। নতুন যে বেতন ঘোষণা করা হয়েছে, তাতে অপারেটরদের কোনো লাভ হয়নি, বরং অনেকের বেতন কমে গেছে। ঘোষিত এই বেতন আমরা মানি না। কিন্তু এ কথা আমরা বলতেও পারব না। আমাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলেই পুলিশ আমাদের ওপর হামলা চালাবে। এভাবে চলতে পারে না।’

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, হেলপারদের বেতন ৮ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। কিন্তু মিড লেভেলে যাঁরা চাকরি করেন, অর্থাৎ যাঁরা অপারেটর, ঘোষিত মজুরি অনুযায়ী তাঁদের বেতন তেমন বাড়েনি।

আনিসুর রহমান বলেন, অপারেটরদের যাঁরা বর্তমানে ১৩ থেকে ১৪ হাজার টাকা বেতন পাচ্ছেন, তাঁরা বর্তমান বেতনের সঙ্গে সাড়ে ৪ হাজার টাকা বাড়িয়ে বেতন দাবি করছেন। আর এই দাবি আদায়ের জন্যই তাঁরা আন্দোলন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোষিত মজুরি নিয়ে শ্রমিকেরা ধোঁয়াশার মধ্যে আছেন। মূলত এ কারণেই তাঁদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার মজুরি বোর্ডের কাছে আইন অনুযায়ী ঘোষিত মজুরি রিভিউ করার আবেদন জানানো হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন