হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোড এলাকায় একটি ভবন থেকে নিচে পড়ে যায় এক গৃহকর্মী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ওই বাড়ির পাঁচজনকে থানায় নিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালের দিকে মোহাম্মদপুর শাজাহান রোড ২/৭ বাড়ির নিচে এ ঘটনা ঘটে। 

ওই গৃহকর্মীর নাম—প্রীতি (১৫)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লুকেশ উরানের মেয়ে। এক বছর থেকে মোহাম্মদপুর শাহজাহান রোডের ওই বাসায় গৃহকর্মীর কাজ করত সে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানা উপপরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল আজকের পত্রিকাকে জানান, ওই বাড়ির ৮ তলার এর একটি ফ্ল্যাটে কাজ করত ওই প্রীতি। আনুমানিক এক বছর যাবৎ ওই বাসায় গৃহকর্মীর কাজ করছিল সে। ওই বাসার লোকজনের কাছ থেকে জানা যায়, বাসার থাই গ্লাস খোলার পর যে কোনো কারণে অসাবধানবশত নিচে পড়ে যায় সে। থাই গ্লাস হলেও সেখানে জানালার গ্রিল ছিল না।

এসআই আরও জানান, ঘটনাটির বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। বাসার পাঁচজনকে ঘটনার বিস্তারিত জানার জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী কলেজ মর্গে রাখা হয়েছে।

ওই বাড়িতে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আশফাকুল হক সপরিবারে থাকেন বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে