হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোড এলাকায় একটি ভবন থেকে নিচে পড়ে যায় এক গৃহকর্মী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ওই বাড়ির পাঁচজনকে থানায় নিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালের দিকে মোহাম্মদপুর শাজাহান রোড ২/৭ বাড়ির নিচে এ ঘটনা ঘটে। 

ওই গৃহকর্মীর নাম—প্রীতি (১৫)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লুকেশ উরানের মেয়ে। এক বছর থেকে মোহাম্মদপুর শাহজাহান রোডের ওই বাসায় গৃহকর্মীর কাজ করত সে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানা উপপরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল আজকের পত্রিকাকে জানান, ওই বাড়ির ৮ তলার এর একটি ফ্ল্যাটে কাজ করত ওই প্রীতি। আনুমানিক এক বছর যাবৎ ওই বাসায় গৃহকর্মীর কাজ করছিল সে। ওই বাসার লোকজনের কাছ থেকে জানা যায়, বাসার থাই গ্লাস খোলার পর যে কোনো কারণে অসাবধানবশত নিচে পড়ে যায় সে। থাই গ্লাস হলেও সেখানে জানালার গ্রিল ছিল না।

এসআই আরও জানান, ঘটনাটির বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। বাসার পাঁচজনকে ঘটনার বিস্তারিত জানার জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী কলেজ মর্গে রাখা হয়েছে।

ওই বাড়িতে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আশফাকুল হক সপরিবারে থাকেন বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ