হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে আ.লীগ–যুবলীগের দু–গ্রুপে সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার।

নিহতেরা হলেন—চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তাঁরা উভয়ই রুবেল গ্রুপের সদস্য। আহতদের মধ্যে দুজন হলেন—আমির হোসেন (২১), রাব্বি মিয়া (২৪)। তাৎক্ষণিক বাকি আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় রুবেলের চাচা মানিক মিয়া আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকেরা তাঁকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। নিহত একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ‘দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা