রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গতকাল শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দিন দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৮ মিনিটের মাথায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কড়াইল বস্তির একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৮ মিনিটের মাথায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস। রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।