হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গুরুতর আহতাবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ফারজানা আক্তারের ছোট বোন ফাহিমা আক্তার জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। তাঁদের বাবার নাম আব্দুল বারেক। তাঁর বোন ফারজানা ভাটারার নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন। গুলশানে একটি বিউটি পারলারে কাজ করতেন। অনেক আগে বিয়ে হলেও ছাড়াছাড়ি হয়ে যায়।

ফাহিমা আরও বলেন, গতকাল রাতে কাজ শেষে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন ফারজানা। গুলশান ২-য়ের ৩২ নম্বর রোড এলাকায় আসলে মোটরসাইকেলের চাকায় ফারজানার ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা ফারজানাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বলেন, ভোরে গুলশান এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহী ওই নারী চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তায় পরে আহত হন। পরে স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁরা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা