হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গুরুতর আহতাবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ফারজানা আক্তারের ছোট বোন ফাহিমা আক্তার জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। তাঁদের বাবার নাম আব্দুল বারেক। তাঁর বোন ফারজানা ভাটারার নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন। গুলশানে একটি বিউটি পারলারে কাজ করতেন। অনেক আগে বিয়ে হলেও ছাড়াছাড়ি হয়ে যায়।

ফাহিমা আরও বলেন, গতকাল রাতে কাজ শেষে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন ফারজানা। গুলশান ২-য়ের ৩২ নম্বর রোড এলাকায় আসলে মোটরসাইকেলের চাকায় ফারজানার ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা ফারজানাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বলেন, ভোরে গুলশান এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহী ওই নারী চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তায় পরে আহত হন। পরে স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁরা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি