হোম > সারা দেশ > ঢাকা

প্রকাশ্যে নৌকায় সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরিয়তপুরের তুলাশার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপুরগাও হাছেন দৌয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোট চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সাংবাদিকই আহত হন। 

আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের স্থানীয় সাংবাদিক বিএম ইশ্রাফিল ও দীপ্ত টেলিভিশনের স্থানীয় সাংবাদিক রাজিব হোসেন। 

জানা যায়, ভোট চলাকালেই নৌকার সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছিল। এ ঘটনা ভিডিও করার সময় সাংবাদিক বিএম ইশ্রাফিলে ওপর হামলা করেন নৌকার সমর্থকেরা। ইশ্রাফিলকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের লাঠির আঘাতে আহত হন রাজিব হোসেন। সেখানে উপস্থিত অন্য সংবাদকর্মীরা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। 
 
নির্বাচন নিয়ে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোশারফ দেওয়ান বলেন, আজ ভোর থেকে নৌকা প্রার্থী জামাল হোসেনের সমর্থকেরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ ছাড়া আশপাশে থাকা আমার সমর্থকদের ৮টি বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়। এ সময় বাড়িতে থাকা সকলের মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। হামলায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

স্বতন্ত্র প্রার্থী জাহিদ ফকির বলেন, আমার কর্মী ও সমর্থকদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। যে বাইরে বের হতে চেয়েছে তাকেই মারধর করা হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ক্ষমতাসীনরা প্রভাব খাঁটিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে। তাঁরা অনেক জাল ভোট দিয়েছেন। আমি সংবাদ সম্মেলন করে দুপুরের পরে নির্বাচন বর্জন করেছি। 
 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু