হোম > সারা দেশ > ঢাকা

প্রকাশ্যে নৌকায় সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরিয়তপুরের তুলাশার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপুরগাও হাছেন দৌয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোট চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সাংবাদিকই আহত হন। 

আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের স্থানীয় সাংবাদিক বিএম ইশ্রাফিল ও দীপ্ত টেলিভিশনের স্থানীয় সাংবাদিক রাজিব হোসেন। 

জানা যায়, ভোট চলাকালেই নৌকার সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছিল। এ ঘটনা ভিডিও করার সময় সাংবাদিক বিএম ইশ্রাফিলে ওপর হামলা করেন নৌকার সমর্থকেরা। ইশ্রাফিলকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের লাঠির আঘাতে আহত হন রাজিব হোসেন। সেখানে উপস্থিত অন্য সংবাদকর্মীরা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। 
 
নির্বাচন নিয়ে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোশারফ দেওয়ান বলেন, আজ ভোর থেকে নৌকা প্রার্থী জামাল হোসেনের সমর্থকেরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ ছাড়া আশপাশে থাকা আমার সমর্থকদের ৮টি বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়। এ সময় বাড়িতে থাকা সকলের মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। হামলায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

স্বতন্ত্র প্রার্থী জাহিদ ফকির বলেন, আমার কর্মী ও সমর্থকদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। যে বাইরে বের হতে চেয়েছে তাকেই মারধর করা হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ক্ষমতাসীনরা প্রভাব খাঁটিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে। তাঁরা অনেক জাল ভোট দিয়েছেন। আমি সংবাদ সম্মেলন করে দুপুরের পরে নির্বাচন বর্জন করেছি। 
 

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি