শরিয়তপুরের তুলাশার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপুরগাও হাছেন দৌয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোট চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সাংবাদিকই আহত হন।
আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের স্থানীয় সাংবাদিক বিএম ইশ্রাফিল ও দীপ্ত টেলিভিশনের স্থানীয় সাংবাদিক রাজিব হোসেন।
জানা যায়, ভোট চলাকালেই নৌকার সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছিল। এ ঘটনা ভিডিও করার সময় সাংবাদিক বিএম ইশ্রাফিলে ওপর হামলা করেন নৌকার সমর্থকেরা। ইশ্রাফিলকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের লাঠির আঘাতে আহত হন রাজিব হোসেন। সেখানে উপস্থিত অন্য সংবাদকর্মীরা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
স্বতন্ত্র প্রার্থী জাহিদ ফকির বলেন, আমার কর্মী ও সমর্থকদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। যে বাইরে বের হতে চেয়েছে তাকেই মারধর করা হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ক্ষমতাসীনরা প্রভাব খাঁটিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে। তাঁরা অনেক জাল ভোট দিয়েছেন। আমি সংবাদ সম্মেলন করে দুপুরের পরে নির্বাচন বর্জন করেছি।