মুন্সীগঞ্জের গজারিয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাহুল খান (২২)। আজ রোববার দুপুরে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন এক বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রাহুল খান ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে।
আজ রোববার সকালে তাঁরা জানতে পারেন গত দুদিন ধরে রাহুল দোকানে যান না। এদিকে পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল শনিবার সকালে তাঁর সর্বশেষ কথা হয়। তারপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ।
বিষয়টির সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে রুমে প্রবেশ করলে দেখা যায় সোফার মধ্যে পড়ে আছেন রাহুল। তাঁর মাথা, পেট, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। আশপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
নিহতের নানি মমতাজ বেগম বলেন, রাহুল যে রুমে ভাড়া থাকত তার আশপাশের রুমের ভাড়াটিয়া রাহাফুলের রুমটিও বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে গেছে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের পরে বিস্তারিত জানাতে পারব