হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ভাড়া বাসায় তালাবদ্ধ ঘরে ছিল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের গজারিয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাহুল খান (২২)। আজ রোববার দুপুরে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন এক বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

রাহুল খান ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। 

রাহুলের বড় ভাই হৃদয় খান বলেন, রাহুল পেশায় ব্যবসায়ী। ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় নিউ নবাবপুর ইলেকট্রিক নামের তার একটি দোকান আছে। এতদিন সে তার বাড়ি চরপাথালিয়া গ্রাম থেকে দোকানে যাওয়া-আসা করত। তবে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় চলতি মাসের ১ তারিখ থেকে দোকানের কাছে আব্দুল্লাহপুর গ্রামে ওয়াজেদ আলীর আধা পাকা বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে থাকত। 

আজ রোববার সকালে তাঁরা জানতে পারেন গত দুদিন ধরে রাহুল দোকানে যান না। এদিকে পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল শনিবার সকালে তাঁর সর্বশেষ কথা হয়। তারপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ। 

আজ রোববার সকালে তার দোকান বন্ধ দেখে দুপুর ১২টার দিকে তাঁরা ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে দেখেন রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া এবং ভেতর থেকে দুর্গন্ধ আসছে। 

বিষয়টির সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে রুমে প্রবেশ করলে দেখা যায় সোফার মধ্যে পড়ে আছেন রাহুল। তাঁর মাথা, পেট, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। আশপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 

নিহতের নানি মমতাজ বেগম বলেন, রাহুল যে রুমে ভাড়া থাকত তার আশপাশের রুমের ভাড়াটিয়া রাহাফুলের রুমটিও বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে গেছে। 

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের পরে বিস্তারিত জানাতে পারব

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ