হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর রেলস্টেশনে আধা কেজি গাঁজাসহ ৭ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার নারীসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জয় (২০), খাদিজা (২১), আম্বিয়া (৪০), ফাতেমা (২১), পরিমনি (১৯), নাছরিন (২১) এবং সুমাইয়া (১৯)।

বিমানবন্দর রেলস্টেশন থেকে বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৫৭২ গ্রাম ওজনের ১০৪ পুঁড়িয়া গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৫২২ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দর রেলস্টেশন থেকে নারীসহ সাত জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর মাদক কারবারিদেককে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ