হোম > সারা দেশ > ঢাকা

আলেশা মার্টের মালিকের বাড়ির সামনে প্রতারিত গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদার ও তাঁর স্ত্রী সাদিয়া চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে তাঁদের বাড়ির সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন প্রতারিত গ্রাহক। মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে কয়েক শ গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে গ্রাহকদের অভিযোগ। তাই তাঁরা মঞ্জুরুলের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

আজ শুক্রবার দুপুর থেকে রাজধানীর গুলশান–২–এর ‘সি’ ব্লকের মঞ্জুরুলের বাসার সামনে প্রতারিত গ্রাহকেরা অবস্থান নেন। 

মানববন্ধনে অংশ নেওয়া গালিব হাসান নামে একজন গ্রাহক বলেন, ‘মঞ্জুরুলের বিরুদ্ধে কয়েক শ পরোয়ানা আছে। তারপরও তাঁকে পুলিশ গ্রেপ্তার করে না। তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমরা তাঁর গ্রেপ্তারের দাবিতে আজ এখানে মানববন্ধন ও অনশন করছি। আমরা আমাদের টাকা ফেরত চাই।’ 

আলেশা মার্টের বিরুদ্ধে গ্রাহকেরা সারা দেশে বিভিন্ন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেছেন। এ সব মামলায় চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদারসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এ ছাড়া সিআইডি বনানী থানায় মানিলন্ডারিং মামলা করেছে। ওই মামলায় মঞ্জুরুলসহ চার ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। 

গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ও মামলার পর আলেশা মার্টের অর্থপাচারের বিষয়ে আড়াই বছর ধরে অনুসন্ধান করে সিআইডি। অনুসন্ধান শেষে সিআইডি প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে ৪২১ কোটি ৯১ লাখ টাকা পাচারের প্রাথমিক প্রমাণ পায়। এই ঘটনায় গত ৩১ মে মামলা করা হয়। 

মামলায় আসামিরা হলেন আলেশা মার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম সিকদার, তাঁর স্ত্রী সাদিয়া চৌধুরী, প্রস্তাবিত পিপিলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেম, মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান ও এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী আল মামুন। এ ছাড়া দশটি প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আলেশা মার্ট লিমিটেড, আলেশা হোল্ডিং লিমিটেড, আলেশা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসিং লিমিটেড, আলেশা টেক লিমিটেড, আলেশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আলেশা রাইড লিমিটেড, আলেশা এক্সপোর্ট–ইমপোর্ট লিমিটেড, আলেশা ফার্মেসি লিমিটেড ও আলেশা এগ্রো লিমিটেড। সবগুলো প্রতিষ্ঠানের ঠিকানা বনানীর ১৭ নম্বর সড়কের রূপসা টাওয়ার।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল