হোম > সারা দেশ > ঢাকা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

তুরিন আফরোজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা আরাফাত হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তুরিন আফরোজকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত হোসাইন (১২) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত হোসাইন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয় সে। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ ডিসেম্বর মারা যায় আরাফাত।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা করেন নিহত ব্যক্তির বড় ভাই মো. হাসান আলী (২১)।

উল্লেখ্য, ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে রিমান্ড শেষে ১১ এপ্রিল তাঁকে কারাগারে পাঠানো হয়।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ