হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা। তিনি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কারওয়ান বাজার থেকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

অচেতন অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা বাসার জন্য ফার্নিচার বোর্ড কিনতে কারওয়ান বাজারে আমার কাছে আসছিলেন। বাসা থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে দু-তিনবার কথা হয়েছে। পরে দেড়টার দিকে এক মহিলা আমাকে ফোনে জানান, ওই পুলিশ কর্মকর্তা কারওয়ান বাজারে বাসে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে আমি সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ 

খবর পেয়ে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী শামীমা বেগম ঢামেক হাসপাতালে আসেন। তিনি জানান, তাঁদের বাসা দক্ষিণ খানের আশকোনা এলাকায়। তাঁর স্বামী শফিকুল ইসলাম গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। সকালে বাসার ফার্নিচারের জন্য বোর্ড ও কিছু কবজা কেনার জন্য কারওয়ান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। সে সময় বেশ কিছু টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি। খবর পেয়ে পরে তিনি ঢাকা মেডিকেলে আসেন।

তবে শফিকুল ইসলামের কাছে তাঁর দুটি মোবাইল ফোন পাওয়া গেলেও কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া সাইফুল ইসলাম।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা