হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু মৌসুমে মাগরিবের আধঘণ্টা আগে-পরে দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিএসসিসি পরিচালনা কমিটির ষষ্ঠ করপোরেশন সভায় উপস্থিত কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ির দরজা-জানালা মাগরিবের আধঘণ্টা আগে ও পরে বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। একই সঙ্গে বাসাবাড়ির ভেতরে কোথাও যেন পানি জমতে না পারে, সে দিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

আজ সোমবার নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত ডিএসসিসি পরিচালনা কমিটির ষষ্ঠ করপোরেশন সভার সমাপনী বক্তব্যে এই আহ্বান জানান প্রশাসক। সভা শুরুর আগে পঞ্চম করপোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ফুলবাড়িয়া স্টপওভার বাস টার্মিনাল ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের খাস আদায়ে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় ‘সরকারি হাটবাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি ও আয় বণ্টন সংক্রান্ত নীতিমালা-২০১১’ অনুযায়ী দর পুনর্মূল্যায়নের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া প্রশাসকের ঐচ্ছিক তহবিল থেকে আবেদনকারীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পাশাপাশি ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় পাঁচটি সেবা একটি আবেদনের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত হয়।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, সব বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক