হোম > সারা দেশ > নরসিংদী

বন্ধ মিল লিজ নিয়ে গরু পালবেন আর দুধ খাবেন, তা হবে না: পাটমন্ত্রী 

নরসিংদী প্রতিনিধি

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যারা বন্ধ জুটমিল লিজ নিয়ে কাজ করছেন না, ফেলে রেখেছেন। গরু পালবেন আর গরুর দুধ খাবেন, তা হবে না। মিলগুলো বন্ধ থাকতে পারবে না।’

তিনি আজ শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে পাটচাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, ‘ভালো বীজ ছাড়া ভালো পাট উৎপাদন সম্ভব নয়। ভালো বীজ ছাড়া ভালো পাট যদি না হয়, তাহলে ভালো দাম পাওয়াও সম্ভব নয়। আমাদের শতকরা ৭৫ ভাগ বীজ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা কমাতে হবে। মাত্র ২৫ ভাগ পাটবীজ আমার দেশে উৎপাদন হয়।’

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘যদি পাটের ন্যায্যমূল্য না হয়, তাহলে কৃষকেরা শাকসবজি বাদ দিয়ে কেন পাট চাষ করবেন? মধ্যস্বত্বভোগীদের হাত থেকে মুক্ত করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলেই পাট চাষে আগ্রহ বাড়বে।’ 

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–সংসদ সদস্য নজরুল ইসলাম, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন। 

উপস্থিত ছিলেন–বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ। 

শেষে পাটমন্ত্রী নরসিংদী পৌর পার্কে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন, সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঘোড়াশালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুটমিল পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শিবপুরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুটমিলও পরিদর্শন করেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ