হোম > সারা দেশ > ঢাকা

অ্যাম্বুলেন্স আটকে চালককে মারধর, ছটফট করে মারা গেল ক্যানসার আক্রান্ত শিশু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় সাইড দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে রোগীসহ অ্যাম্বুলেন্স আটকে রেখে চালক ও তাঁর সহকারীকে মারধর করেছেন অপর মাইক্রোবাসের চালকসহ কয়েকজন ব্যক্তি। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ক্যানসার আক্রান্ত শিশু আফসানা (৯) ছটফট করতে করতে মারা যায়।

আজ মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ডে সাইড দেওয়া নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালক।

অভিযুক্ত মাইক্রোবাসচালক নজরুল ইসলাম বাইপাইল এলাকার আব্দুল মজিদের গাড়ি চালান বলে জানা গেছে। বিতণ্ডা ও মারধরে জড়িত অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আফসানা গাইবান্ধা জেলা সদর থানার মধ্য ধানগড়ার শাপলা মিল এলাকার আলম মিয়ার মেয়ে। সে ক্যানসারের রোগী ছিল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাখালীর ক্যানসার হাসপাতালে রেফার করা হয়েছিল।

অ্যাম্বুলেন্সের চালক মারুফ হোসেন বলেন, ‘আমরা রোগী নিয়ে গাইবান্ধায় যাচ্ছিলাম। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় পৌঁছালে বারবার হর্ন দেওয়ার পরও একটি মাইক্রোবাস সাইড দিচ্ছিল না। এ সময় আমার হেলপার ইমন তাদের বলে আমাদের অ্যাম্বুলেন্সে ইমারজেন্সি রোগী আছে, আমাদের ছেড়ে দেন। এ সময় বাগ্‌বিতণ্ডা হয়। পরে লোকজন ডেকে বাইপাইল এলাকায় গাড়ি আটক করে আমাদের মারধর করে। পরে অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যায় তারা। চাবি নেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রোগী মারা যায়। পরে পুলিশ এসে রোগীকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।’

আফসানার বাবা আলম মিয়া বলেন, ‘আমার মেয়ে ক্যানসারের রোগী। রংপুর মেডিকেল কলেজ থেকে মহাখালী ক্যানসার হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখান থেকে আমরা আবার গাইবান্ধা যাচ্ছিলাম।’

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলা দায়ের প্রক্রিয়াধীন। আফসানার বাবা বাদী হয়ে মামলা করছেন।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫