হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরের এক্সপ্রেসওয়েতে নেই ঢাকাগামী যানবাহন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে দেশের ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে নেই ঢাকাগামী কোন যানবাহন। আজ শনিবার সকাল থেকেই দেখা গেছে এমন চিত্র। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের সকালের দিকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী শূন্য হয়ে পড়ে স্ট্যান্ডগুলো। 

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী বাস চলাচল ভোর থেকেই সীমিত হয়ে পড়ে। ভোরের দিকে কিছু গাড়ি ঢাকার দিকে গেলেও পরে আর কোনো বাসের দেখা মেলেনি। তবে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার গাড়ি দেখা গেছে এক্সপ্রেসওয়েতে। 

শিবচরের পাঁচ চর বাস স্ট্যান্ড থেকেও কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায়নি। বাস না ছাড়ায় সকালে ঢাকার উদ্দেশে আসা যাত্রীরা অনেকেই ফিরে গেছেন। এ ছাড়া ভাঙ্গা, শিবচর, শেখপুরসহ স্থানীয় বিভিন্ন স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে কোনো পরিবহন ছেড়ে যেতে দেখা যায়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস চালক বলেন, ‘নিরাপত্তার কথা ভেবে ঢাকাগামী বাস চলছে না।’ পাঁচ চর বাস স্ট্যান্ডে ঢাকাগামী পরিবহনের একাধিক চালক ও শ্রমিক জানিয়েছেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে বাস বন্ধ রেখেছেন তাঁরা। তা ছাড়া সকাল থেকেই যাত্রী শূন্য রয়েছে বাসস্ট্যান্ড। 

মো. আকবর নামের এক যাত্রী বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য পাঁচ চর স্ট্যান্ডে এসে দেখি গাড়ি নেই। অনেকেই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি না পেয়ে ফিরে গেছে। এদিকে জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়া যাত্রীরা পরিবহন না থাকায় পড়েছেন বিপাকে।’ 

এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাস স্ট্যান্ড থেকেই ঢাকাগামী সাধারণ পরিবহনগুলো ছেড়ে আসেনি। এ ছাড়া অন্যান্য স্ট্যান্ডে থাকা গাড়িগুলোও সড়কের পাশে বন্ধ করে রেখেছেন চালকেরা। বাস চলাচল না করায় সাধারণ যাত্রীদেরও আর দেখা যায়নি। তবে মাঝেমধ্যে প্রাইভেটকার চলতে দেখা গেছে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘হাইওয়ে পুলিশের স্বাভাবিক দায়িত্ব চলমান। এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে হাইওয়ে পুলিশ রয়েছে। তবে সকাল থেকেই যানবাহন চলাচল কম দেখা গেছে মহাসড়কে।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ