হোম > সারা দেশ > ঢাকা

সতীর্থ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি ছাত্র কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান সৈকত নামের এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ওই ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিকেলে মেহেদীকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার এজাহারে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, মেহেদী (২০১৯-২০ সেশন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিন ক্যাম্পাসে নিজের পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে। কথার উত্তর না দিয়ে নিজের ক্লাসে চলে যান ভুক্তভোগী। মেহেদী জুনিয়র হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় মোবাইল ফোনে ও ফেসবুকে বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু ওই ছাত্রী তাঁকে পাত্তা দেননি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্বদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ওই ছাত্রী। ক্যাম্পাসের ‘শান্ত চত্বরে’ অবস্থানকালে মেহেদী পূর্বপরিকল্পিতভাবে তাঁর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি করে চলে যান।

পরে ঘটনার বিষয়ে ভুক্তভোগী ছাত্রী সহপাঠীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে অভিযোগ দেন। প্রক্টরের নির্দেশক্রমে কোতোয়ালি থানা-পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে মেহেদীকে আটক করে। পরে ভুক্তভোগী ছাত্রী মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি