সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন শরীয়তপুরের ৩০টি গ্রামের মানুষ প্রায় দেড় হাজার পরিবার। এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফের গদিশীন পীর শাহ নূরে কামাল সুরেশ্বরী।
জানা যায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের আশপাশের ৩০ টির বেশি পরিবার আজ ঈদ পালন করছেন। বরাবরই তাঁরা ওই দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে থাকেন। ফলে সেখানকার ৩০টি গ্রামের মানুষ আজ সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায় করেন। তাঁরা সকলে সুরেশ্বর দরবার শরিফের অনুসারী।
কামাল সুরেশ্বরী বলেন-আমরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। এবারও ঈদুল আজহার নামাজ ও কোরবানি তাঁদের সঙ্গে মিল রেখেই পালন করেছি।
কামাল সুরেশ্বরী আরও বলেন, করোনার কারণে সরকারি নির্দেশনা থাকায় সীমিত পরিসরে মসজিদে মসজিদে নামাজ আদায় করা হয়েছে। নামাজের পর বিভিন্ন জায়গায় কোরবানি করা হয়।