হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে ৩০টি গ্রামে আজ ঈদুল আজহা

প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর) 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন শরীয়তপুরের ৩০টি গ্রামের মানুষ প্রায় দেড় হাজার পরিবার। এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফের গদিশীন পীর শাহ নূরে কামাল সুরেশ্বরী।

জানা যায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের আশপাশের ৩০ টির বেশি পরিবার আজ ঈদ পালন করছেন। বরাবরই তাঁরা ওই দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে থাকেন। ফলে সেখানকার ৩০টি গ্রামের মানুষ আজ সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায় করেন। তাঁরা সকলে সুরেশ্বর দরবার শরিফের অনুসারী। 

কামাল সুরেশ্বরী বলেন-আমরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। এবারও ঈদুল আজহার নামাজ ও কোরবানি তাঁদের সঙ্গে মিল রেখেই পালন করেছি। 

কামাল সুরেশ্বরী আরও বলেন, করোনার কারণে সরকারি নির্দেশনা থাকায় সীমিত পরিসরে মসজিদে মসজিদে নামাজ আদায় করা হয়েছে। নামাজের পর বিভিন্ন জায়গায় কোরবানি করা হয়। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু