মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’