হোম > সারা দেশ > ঢাকা

অধস্তন আদালতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ সোমবার সুপ্রিম কোর্ট থেকে জারি করা সার্কুলারে প্রধান বিচারপতির এই উদ্বেগের কথা জানানো হয়। সেই সঙ্গে অধস্তন সব আদালত ও বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া হয়েছে ১১ দফা নির্দেশনা।

সম্প্রতি কয়েকটি জেলায় বিচারকদের সঙ্গে আইনজীবীদের অসদাচরণের ঘটনা ঘটেছে। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ক্ষুব্ধ সারা দেশের বিচারকেরা। এ ছাড়া একটি আদালত ভবন থেকে নথি চুরির ঘটনা ঘটেছে তিন দফায়।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, আগেও নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রতিবারই প্রেক্ষাপট ভিন্ন থাকে। একটি আদালত ভবন থেকে কয়েক দফায় নথি চুরির ঘটনা ঘটেছে। তাই সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতি এই নির্দেশনা দিয়েছেন।

আজ জেলা ও দায়রা জজদের উদ্দেশে জারি করা সার্কুলারে বলা হয়, অধস্তন দেওয়ানি আদালতে মোকদ্দমাগুলোর নথিতে বিচারপ্রার্থী জনগণের মূল দলিলসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে। আদালতের হেফাজতে থাকা এসব দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি বা নষ্ট হলে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি এসব নির্দেশনা দিয়েছেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, গণপূর্ত অধিদপ্তর, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সারা দেশের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে এই নির্দেশনার অনুলিপি পাঠাতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনাগুলো হলো: আদালত ও বিচারকদের বাসভবনের সীমানা প্রাচীর সুসংহত করা; আদালত ও ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক এবং আদালতের বাইরে সিসিটিভি স্থাপন করা; আদালত ভবনের বাইরে ও ভেতরে নিরাপত্তা প্রহরী দিয়ে সার্বক্ষণিক পাহারা দেওয়া; পরীক্ষা করে আদালত ভবনের দরজা-জানালা আরও মজবুত করা এবং ভঙ্গুর দরজা-জানালা নতুন করে স্থাপন করা; আদালত চত্বরে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা; মামলা সংশ্লিষ্ট নথিপত্রের নিরাপদ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা; আদালতে ব্যবহারের জন্য মানসম্মত লকার নিশ্চিত করা; আদালত সীমানার চারদিকে সিকিউরিটি পোস্ট স্থাপন করা; জরুরি ভিত্তিতে সারা দেশের আদালত এলাকায় রাতে সার্বক্ষণিক পুলিশের টহল জোরদার করা; অবকাশকালীন আদালত ভবনের বিশেষ নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনালের কর্মকালীন পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করা।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ