রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুল্লাহ মিয়া (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লিবিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ মিয়া সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ক শিক্ষক ও চন্দনী ইউনিয়নের মো. বজলুর রহমানের ছেলে।
জানা যায়, আব্দুল্লাহ মিয়া বিদ্যালয়ের পাঠদান শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লি বিদ্যুৎ অফিস এলাকায় আসলে বিপরীত দিক থেকে একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাংশা হাইওয়ে থানায় হস্তান্তর করে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।