হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় সাবেক দুই এমপিসহ আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল-সাবুর (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। মামলায় সাভারের সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, আশুলিয়ার চিত্রশাইল গ্রামের সাহিদ হাসান মিঠুর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় সাভারের সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ইয়ারপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ভূঁইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক  কবির হোসেন সরকার ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা পারভেজ দেওয়ানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছড়া অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী সাহিদ হাসান মিঠু বলেন, ‘আমার প্রতিবেশী আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার এনাফ নায়েদ জাকিরের ছেলে স্থানীয় শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র আল-সাবুর গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে কেনাকাটার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় যায়। তখন ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ওই দিন বেলা ২টার দিকে জানতে পারি আল-সাবুর বাইপাইল মোড়ে মৃত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’ 

তিনি মামলায় আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্ররা ওই দিন (৫ আগস্ট) বাইপাইল এলাকায় আন্দোলন করছিলেন। এ সময় সাইফুল ইসলাম, তালুকদার তৌহিদ জং মুরাদসহ মামলার ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত আসামিদের নেতৃত্বে অন্য আসামিরা আল-সাবুরকে ধরে লাঠিপেটা করার পর গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯