হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে বাসার ছাদে বিস্ফোরণ, নিরাপত্তাকর্মী আহত

ঢামেক প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসার ছাদে বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের ওই বাসার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির সাততলা বাসার ছাদে এই ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত আঞ্জুমান ও ওই বাসার মালিকের স্ত্রী জানান, বিকেলে বাসাটির সপ্তম তলার ছাদে এক ভাড়াটিয়ার বাচ্চা খেলার সময় ক্রিকেট বলের মতো একটি বস্তু খুঁজে পায়। শিশুটির হাত থেকে তা নিয়ে দেখছিলেন আঞ্জুমান। এ সময় হঠাৎ বিস্ফোরণে তাঁর বাম হাত ও পেটে আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মো. শাওন বিন রহমান জানান, সন্ধ্যায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর হাত ও পেটে জখম রয়েছে। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি ধলপুর এলাকায় একটি বাসার ছাদে বাজি বিস্ফোরণ হয়ে একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ যাচ্ছে, আসল বিষয়টি ক্ষতিয়ে দেখার পর বলা যাবে বাজি নাকি অন্য কিছু ছিল।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন