হোম > সারা দেশ > ঢাকা

মামার দোকানের প্রায় ১ হাজার প্যাকেট সিগারেট চুরি, ভাগনেসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় মামার দোকানের মালামাল চুরি করার অভিযোগে ভাগনেসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—ভাগনে মোহাম্মদ আলমগীর (৩৩) ও তাঁর সহযোগী মো. আবু জাফর (৩৫)। 

আজ শনিবার দুপুরে মিরপুর ৬০ ফিট এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানের টুইন টাওয়ার থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয় এবং চুরি করা মালামাল 
জব্দ করা হয়। 

পুলিশ বলছে, ভুক্তভোগী দোকানি বাদশা মিয়া আসামি আলমগীরের আপন মামা। আলমগীর দীর্ঘদিন ধরে তাঁর কাজ করত। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আলমগীর ৮ বছর ধরে তাঁর মামা বাদশা মিয়ার দোকানে চাকরি করেন। গত ১৭ জুলাই বাদশা মিয়া দোকানে এসে দেখেন দোকান থেকে ৫০০ প্যাকেট বেনসন এবং ৪৮০ প্যাকেট মালব্রো সিগারেট চুরি হয়ে গেছে। এই সময় আলমগীরও দোকানে নেই। এরপর কয়েকবার ফোন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নিশ্চিত হন সিগারেট চুরি করে আলমগীর পালিয়েছেন। পরে তিনি এ ব্যাপারে মামলা দায়ের করেন। 

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। আবু জাফর আলমগীরের কাছ থেকে এসব চোরাই সিগারেট কিনে নেন। পরে তাঁর কাছ থেকে ১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মালব্রো সিগারেট জব্দ করা হয়।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা